অনূর্ধ্ব-১৭ কাপ্তান ফরিদাকে সংবর্ধনা দিল ‘বাগমারা টাইমস’ ও ‘রুরাল ভয়েজ বাংলা ।

নিজস্ব প্রতিবদেকঃ

রাজশাহীর বাগমারা উপজেলার অনূর্ধ্ব-১৭ বিভাগীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জাতীয় চ্যাম্পিয়ন দলের কাপ্তান ফরিদা পারভীনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করেছে অনলাইন সংবাদ প্ল্যাটফর্ম ‘বাগমারা টাইমস’ এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘রুরাল ভয়েজ বাংলা’।

গতকাল, মঙ্গলবার (২৪ জুন) বেলা ১২টায় উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা, শুভেচ্ছা ক্রেস্ট ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের মাধ্যমে তাকে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতির পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, ক্রীড়া সংগঠক, থানা পুলিশ কর্মকর্তারা এতে অংশগ্রহণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফরিদা পারভীন বলেন, এই সংবর্ধনা আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বাগমারা টাইমস এবং রুরাল ভয়েজ বাংলাকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতের পথচলায় এই সম্মাননা আমাকে সাহস জোগাবে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ মনসুর রহমান। ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আব্দুর রব সিদ্দিকী ও চানপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নাজমা খাতুন।

বাগমারা থানা পুলিশের পক্ষ থেকে বক্তব্য রাখেন এসআই আব্দুল মজিদ, ক্রীড়াঙ্গন ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল আলীম বাবু, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রেফারি মোঃ রহিদুল ইসলাম, সহ বাগমারা উপজেলা ক্রীড়া সংস্থার ১নং সদস্য ও ভবানীগঞ্জ ফুটবল একাডেমির সভাপতি মোঃ আসাদুজ্জামান জুয়েল।

এ সময় ‘বাগমারা টাইমস’-এর নির্বাহী পরিচালক মোঃ শাহিনুর ইসলাম বলেন, ফরিদা আমাদের গ্রামের মেয়েদের জন্য অনুপ্রেরণার নাম ও সাহসের প্রতীক। বাগমারার এমন প্রতিভাবানদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

‘রুরাল ভয়েজ বাংলা’-এর নির্বাহী পরিচালক মোনাইম বিল্লাহ বলেন, “ফরিদার এই সাফল্য শুধু বাগমারার নয়, গোটা রাজশাহীর জন্য গর্বের। আমাদের সংগঠন সব সময় এমন প্রতিভা ও সামাজিক উন্নয়নের পক্ষে কাজ করে যাবে।”

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগমারা থানা এস আই শাহীনুর এবং এ এস আই কামাল, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার রেফারিদের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম, মনজুরুল ইসলাম, বাগমারা উপজেলা রেফারি মোঃ লিটন, ভবানীগঞ্জ ফুটবল একাডেমির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, কস্ট মাল্টিমিডিয়া প্রতিষ্ঠাতা ডাবলু রহমান,
সহ অন্যান্য ক্রীড়া সংগঠকরাও উপস্থিত ছিলেন

উপস্থিত ‘বাগমারা টাইমস’-এর প্রতিনিধি সারওয়ার স্বাধীন, ফয়সাল আহমেদ, ‘বাগমারা পরিবার’এর প্রতিষ্ঠাতা মোঃ সামিনুর রহমান, রুরাল ভয়েজ বাংলা এর স্বেচ্ছাসেবী আমিনুল ইসলাম সহ প্রমুখ।

মানুষের কথা বলে স্লোগানে ‘বাগমারা টাইমস’ মূলত রাজশাহীর বাগমারা উপজেলা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সমাজের সাধারণ মানুষের সমস্যা, সম্ভাবনা, সংস্কৃতি, রাজনীতি এবং উন্নয়নের খবর তুলে ধরতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

অন্যদিকে, ‘রুরাল ভয়েজ বাংলা’ একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করছে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, ইতিহাস, পরিবেশ বান্ধব কর্মসূচি সহ তরুণদের উৎসাহিত করার নানামুখী সমাজ উন্নয়ন কাজ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *